Surprise Me!

‘হয় দুর্নীতিবাজ কর্মকর্তারা থাকবে, না হয় আমি থাকব’ || jagonews24.com

2021-06-15 0 Dailymotion

নিজ মন্ত্রণালয়ের অধীন সব কর্মকর্তা-কর্মচারীর উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চরণ করে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, হয় দুর্নীতিবাজরা থাকবে, না হয় আমি থাকবো।<br /><br />তিনি বলেন, প্রধানমন্ত্রী দুর্নীতির ওপর জিরো টলারেন্স। দুর্নীতি দূর করতে তিনি সরকার গঠন করেছেন। সে সরকারের আমি একজন মন্ত্রী। আমার অধীনে কেউ দুর্নীতি করতে পারবে না।<br /><br />রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে এক সাংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।<br /><br />কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. রাশিদুলের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আখতার হোসেন।<br /><br />বিস্তারিত পড়ুন - https://bit.ly/2KYcIQr

Buy Now on CodeCanyon